Saturday, July 16, 2016

প্রায় দুই মাস পর গত বৃহস্পতিবার আমি আর লিটন ঢাকা গিয়েছিলাম


প্রায় দুই মাস পর গত বৃহস্পতিবার আমি আর লিটন ঢাকা গিয়েছিলাম। বৃহস্পতিবার রাত আটটা থেকে শুক্রবার বিকাল পর্যন্ত টঙ্গিতে ছিলাম। সাতটায় কলাবাগান পৌঁছে চিটগাং এর টিকেট করার পর একটু বসুন্ধরা সিটিতে গেলাম। রোজার ঈদের পরও বসুন্ধরা সিটিতে এত ভির। নিরাপত্তা জনিত কারনে সবাইকে লাইন ধরে ডুকতে হলো। সেখানেই অনেকটা সময় পার হয়ে গেলো। ঢাকা সিটির বাইরে থাকার কারনে এবং সময় স্বল্পতার জন্য কাউকে ফোন দিতে পারি নাই কিংবা দেখা করতে পারি নাই। তার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। এরিমধ্যে একমাত্র Abu Naser রাত পৌনে আটটার দিকে ফোন দিয়েছিলো দেখা করার জন্য। তার সাথেও দেখা করতে পারি নাই।

No comments:

Post a Comment