Saturday, July 30, 2016

তন্বী .........।।


আমাদের সবার প্রিয়, প্রয়াত দীপক দা'র ভাগ্নী। আমাদেরও সবার আদরের ভাগ্নী। ছোটবেলায় অতি আদরের কারনে বেশীর ভাগ সময় থাকতো কলোনীতে, মামার বাড়ীতে। স্কুল ছিল সেই আলকরনে। সকালে দেখতাম কালু দা, উজ্জ্বল দা অথবা সজল নিয়ে যাচ্ছে স্কুলে, সেই পতেঙ্গা থেকে আলকরন(নিউ মার্কেটের ঠিক পাশে)। এখনো স্পষ্ট মনে আছে সেই পুচকে ভাগ্নিটির কথা।

আড্ডার সুবাধে প্রায় ২০ বছর পর ভাগ্নীটির সাথে দেখা। উদ্দেশ্য আমাদের আড্ডাতে নাচতে বলা। সুনেছি ভাগ্নী নাকি খুব ভালো নাচে। ভাগ্নীও আমাদের নিরাস করেনি। সে এবং তার গ্রুপের সাবলীল পরিবেশনা আড্ডায় আগত সকল স্টিলারদের অনাবিল আনন্দ দিয়েছে। সত্যি খুব ভালো কোরিওগ্রাফি ছিল ওইদিন ওদের পরিবেশনাতে।

কিন্তু মুল বিষয় সেটা না। আমাদের ভাগ্নীর মুল প্রতিভা কিন্তু অন্য শিল্পে, নাচটা সে জাস্ট শখের বসে করে, ওর মুল প্রতিভা হচ্ছে, আঁকা-আঁকিতে। ভাগ্নী আমাদের ফাইন আর্ট এর ছাত্রী। CU থেকে মাস্টাস শেষ করেছে সম্প্রতি। এবং কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেয়ে গতকাল সে পাড়ি দিয়েছে কলকাতার উদ্দ্যেশে।

লিখাটা লিখার উদ্দেশ্য হচ্ছে, একজন শিল্পমনা মানুষ হিসেবে আমি আমার ভাগ্নীর কিছু কাজ দেখেছি ওর বাসায় গিয়ে। কিযে অসাধারণ তার কাজ নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমরা আসলেই অর কাজ নিয়ে গর্ব করতে পারি।

আমি আমার CSM পরিবারের পক্ষ থেকে আমাদের ভাগ্নীর সর্বাঙ্গীণ সাফল্য আর মঙ্গল কামনা করছি।
ভালো থেকে মামনি, অগণিত স্টিলারের আশীর্বাদ তোমার সাথে রইলো।

NB:আমি আমাদের Sajal Nandi কে অনুরোধ করবো আমাদের ভাগ্নীর কিছু শিল্পকর্মের ছবি যেন সে আমাদের পেজের মাধ্যমে সকলের কাছে উপস্থাপন করে।(চাইস আবার ফইসা ন তোয়াইস)

No comments:

Post a Comment