Saturday, July 30, 2016

আগামী ২০শে আগষ্ট CSM Colony page এর জন্মদিন


আগামী ২০শে আগষ্ট CSM Colony page এর জন্মদিন। এটা একটা বিশেষ দিন। এই দিনে এই পেজ তৈরী না হলে আজকে হয়তো আমি আমার এতোগুলো ভাইবোনকে পেতাম না, এতোগুলো বড়ভাইয়ের আদরও পেতাম না। বয়স হিসাব করলে আমি হয়তো বুড়োর খাতায় নাম লিখিয়েছি কিন্তু বড়ভাইদের সামনে যখন যায় মনে হয় আমি এখতো স্কুলে পড়ি। বড়ভাইদের অাদর আমাদের বয়সকে বুড়ো থেকে নামিয়ে বাচ্চা বয়সের কথা মনে করিয়ে দেয়। সব বড় ভাই একই ধাচে তৈরী। সৃষ্টিকর্তা স্পেশালী CSM বাসীদের তৈরী করেছিলেন। 

আমরা ২০শে আগষ্ট নিয়ে আলোচনা করতে ছিলাম। ঐদিন যারা আসবে শুধু তারাই বুঝবে এসে কি পেলাম, আহা কতো শান্তি। আমাদের কারোরই এখানথেকে জাগতিক কিছু চাওয়া পাওয়ার নাই, আছে শুধু সম্পৃতি, শ্রদ্ধা আর ভালোবাসা পাওয়ার আকাংখা।

আমি এই ব্যবস্থাটাকে চীরস্থায়ী করার স্বপ্ন দেখি। আমার স্বপ্নকি সফল হবে!!!

দোয়া করবেন।

No comments:

Post a Comment