Saturday, July 30, 2016

Century মানে ১০০


Century মানে ১০০। ক্রিকেট খেলায় পছন্দের দলের কেউ সেঞ্চুরি করলে খুবই ভাল লাগে। আর লেখালেখিতে সেঞ্চুরি! পরিসংখ্যানবিদ Al Amin Billah Shujon যখন আপডেট দিতে লাগল তখন মনে মনে ভাবতাম আমার কি কোনদিন সেঞ্চুরি পূর্ন হবে?? (এর মধ্যে Atiq Csm ট্রিপল সেঞ্চুরি আর Niaz Morshed জনি ডাবল সেঞ্চুরি করে ফেলছে। অভিনন্দন রইলো তাদের জন্য)।

Quality এবং quantity কোনটায় চিন্তা করে আমি লিখি না। তাছাড়া আমার লেখার মধ্যে আমার জানামতে Quality'র Q ও নাই। আমি লিখি শুধুমাত্র আমার ভাল লাগে তাই। কে কি মনে করলো। কে কি বললো। কে লাইক দিলো, কে দিলো না। কে কমেন্টস করলো, কে করলো না, এই সব কখনো চিন্তা করি নাই। আমি যেখানে লিখি সেখানের পাঠক/পাঠিকা হচ্ছে আমার বড়/ছোট ভাই বোন। অতএব টেনসন কম। কারন ভাইবোনরা মনে মনে গালি দিলেও ফেলতেতো পারবে না!!

No comments:

Post a Comment