Saturday, July 30, 2016

" নীল রং "


আগেই বলছি রং নিয়ে এটা আমার শেষ পোস্ট। এই রংটিতে ছেলে মেয়ে সবাইকে দারুন মানায়।তারুন্যের উদদীপ্ত এই নীল রং। বয়স যেন কাছেই আসতে দিতে চায়না। ছবি দেখে মনে হচ্ছে আমার চাচা ভাইদের বয়স আরো দশ বছর কমিয়ে দিয়েছে। অনেক দুষ্টুমি করে ফেললাম। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

No comments:

Post a Comment