Sunday, July 24, 2016

দম লাগাকে হেইয়া


রিকশার পেছনের ছবির মত সবাই যখন নিজের চেহারা টা করছেন,তখন ১ টা কথা মনে পড়ে গেল।ছোটবেলায় ঈদের দিন আমরা কাজিন রা মিলে বেড়াতাম রিকশা করে।সারাদিন বেড়ানোর পর দুপুরে সিনেমা শুরুর আগে বাড়ি ফিরছি।এমন সময় রিকশা আটকে গেল।রিকশা ওয়ালা বললেন ধাক্কা দিতে হবে।না হলে পারবেন না।ত আমরা যারা ওই রিকশাতে চড়েছিলাম সবাই।নেমে ধাক্কা দিতে গেলাম। রিকশার পেছনে যেতেই দেখি অনেক গুলো নায়ক নায়িকার পোস্ট কার্ড লাগানো। মৌসুমি, সালমান শাহ সবার। 

মনে মনে ভাবলাম ধাক্কা দেবার সময় যে ছবিটা বেশি সুন্দর সেটা নিয়ে নেব।বুঝতে পারবেনা। ধাক্কা দিতে গিয়ে টান দিলাম সালমান শাহর ছবিতে কিন্তু উঠে হল সোনিয়া না কোন নায়িকার ছবি।ফালতু টাইপের। তারপর রিকশা করে বাড়ি ফিরে নিজের বোকামি নিয়ে হাসাহাসি। পরে অবশ্য খারাপ লেগেছিল এই ভেবে যে লোক টা হয়ত ঈদ উপলক্ষে তার রিকশা টা সাজানোর জন্য ছবিগুলো লাগিয়েছিল যা আমরা নষ্ট করতে চেয়েছিলাম

No comments:

Post a Comment