Sunday, July 24, 2016

এইটা কি ড্রেস পড়লা??


কেন, তুমি নতুন রিলিজ হওয়া কাজল শাহরুখের দিলওয়ালে দুলহানিয়া লে জায়েংগে ছবিটি দেখোনি। এই ডিজাইনের ড্রেস ওই ছবিতে কাজল পড়ছিল।।-----

না, আমি এসব হিন্দি ছবি দেখা টেখা ছেড়ে দিছি, আমি নিজেরেই এখন নায়ক মনে করি। তা ছাড়া জুহি চাওলা পরিহিত কোন জামার ডিজাইন হইলেও হইত। তাও মানা যেতো।।
-- এখনো খেত রয়ে গেছো।।-----

খেত থাকাই ভালো, খেতেই ফসল হয়।।
--------------------------------+-------------+-+++++--
৯৫ সালের রিলিজ প্রাপ্ত ছবিটি আমি প্রথম দেখছি ২০০২ সালে, ততদিনে ওই ছবির কাজলের ড্রেসটির ডিজাইনও খেতে পরিনত হয়ে গেছে।।
তবে আকাশি কালারের ওই ড্রেস টি সামনাসামনি দেখতে খারাপ ছিলনা। ভালোই লাগতো।

No comments:

Post a Comment