Sunday, July 24, 2016

যদি লাইগ্যা যায়


৯০ দশকে হঠাৎ করে শুরু হয়েছিল ক্রীড়া উন্নয়ন তহবিলের লটারি।তাদের প্রচারণামূলক বিজ্ঞাপন ছিল "যদি লাইগ্যা যায়"।লটারির ১ম পুরষ্কার ছিল প্রথম দিকে মনে হয় ২০লক্ষ টাকা যা পরবর্তিতে ৪০লক্ষ তে পৌঁছে।

তখন সপ্নে/কল্পনায় কতবার ১ম পুরষ্কার পেয়েছি,কিভাবে কিভাবে খরচ করব তার পরিকল্পনা করেছি।বেশী লটারি কিনতাম না।একটা কিনেই সেইটা নিয়েই কল্পনা।বিএইচ১ এর ২০/২০ফুট বাসায় বসে কত উচ্চবিলাসী চিন্তাভাবনা!!!
আজকাল তো সেইসব লটারি আর কিনাই হয়না!!...

No comments:

Post a Comment