Sunday, July 24, 2016

গতকল্য আমাদের Al Amin Billah Shujon কর্তৃক জ্ঞাত হইলাম


গতকল্য আমাদের Al Amin Billah Shujon কর্তৃক জ্ঞাত হইলাম সিএসএম পেজে এই অধম তিনশ খানা অখাদ্য পঁচা রদ্দিমাল লিখিয়া ফেলিয়াছে, ইহাতে আমিও মোটেও বিচলিত বা কুণ্ঠিত বোধ করিতেছিনা। কারন পঁচা জিনিস হইতে রদ্দিমালই বাহির হইবে, যাহা হউক সুজন কে ধন্যবাদ জানাইতেছি সে রবার্ট ব্রুসের ন্যায় অসীম ধৈর্য ধরিয়া এই অধমের পঁচা রদ্দিমাল সমূহ গননা করিয়াছে আবার উহা জনসম্মুখে প্রচার করিয়াছে। আমি আরো ধন্যবাদ জানাই যাহারা আমার তিনশ খানা পঁচা রদ্দিমাল নিজের নাক কান চাপিয়া ধরিয়া পড়িয়াছেন এবং আমাকে বাহবা দিয়াছেন। জনগনের এরুপ উৎসাহ দেখিয়া চিন্তা করিতেছি আমার তিনশ খানা বস্তাপচা মালামাল নিয়া পুস্তক আকারে বাহির করা যায় কিনা, যে পুস্তকের নাম হইবে " সিএসএম কলোনি তে আমার কুকীর্তি "। 

( বই ছাপানোর কাগজ তো আমার লাইগা ফ্রি, বই তো এক পাতাও বেচা হইব না, সের দরে বেইচা যা থাকব হেইটাই লাভ, হে হে হে)

No comments:

Post a Comment