Saturday, March 12, 2016

কেনো আমরা উদার হতে পারছিনা


কেনো আমরা উদার হতে পারছিনা, কেনো এতো ইগো, কেনো এতো অহংকার, ২০৪৮ সাল আসতে আসতে তো মারাই যাবো, তবে কেনো এত বাড়াবাড়ি, এক বার কি মন খুলে সত্যিকার আন্তরিক ভাবে বলতে পারিনা ভাই আপা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করুন, বিনয় মানুষ কে ছোট করেনা, বিনয় মানুষ কে মহৎ করে, এটা আমরা বারবার ভুলে যাই। কলোনি তে বাস্তবে সিনিয়র জুনিয়ার যে ভালো সম্পর্ক ছিলো এটা কেনো এখন আলগা হয়ে যাচ্ছে। লিটন টিংকু তোরা ঢাকা আয়, ঢাকায় তোদের সব দ্বায়িত্ব আমার, তারপরেও এই অচলাবস্থা ভাংগতে হবে।
আর ভালো লাগছেনা।

No comments:

Post a Comment