Saturday, March 12, 2016

রেজা ভাই বলেছেন," সব ঠিক হয়ে যাবে"


রেজা ভাই বলেছেন," সব ঠিক হয়ে যাবে"।আমরা বিশ্বাস করেছি নির্দ্বিধায়। রেজা ভাই বলেছেন,নাজমুল ভাই,জসিম ভাই,নিরু ভাইদের জরুরী মিটিং করতে;আমরা বিশ্বাস করেছি,এইবার বোধহয় সব ঠিক হবে। সরকারের মতো আশার বানী শুনে এসেছি বারবার। বিশ্বাস ও করেছি। আমরা আর আশার বানী শুনতে যাই না।এই পেইজে মেজাজ খারাপ করতে সারাদিন পড়ে থাকিনা। দুইদিন পরপর নতুন নতুন খোঁচাখুঁচি দেখি।এতোগুলো সাধারণ csm বাসীর আত্মার খোরাকের এই পেইজ নিয়ে ছিনিমিনি খেলার বা পলিটিক্স করার অধিকার কারো নাই।রেজা ভাই,জসিম ভাই,কমু ভাই,নাজমুল ভাই,মাসুক ভাই,নিরু ভাই,লিটন ভাই, আতিক ভাই ও সব্বাই....এই পেইজের সফলতার জন্য আপনাদের সাধুবাদ দিতে যেমন কার্পণ্য করিনি, আপনাদের indecision এর জন্য এই পেইজের ক্ষতির জন্যও আপনাদের দোষারোপ করতে কার্পণ্য করবো না। অনেক অ-নে-ক বেশি বিশ্বাস করি আপনাদেরকে। চোখ বন্ধ করে বিশ্বাস করি যে,আপনারা অনেককিছু করতে পারেন।সেই অনেক বিশ্বাসের জন্যই আমরা আপনাদেরকে অনেক শ্রদ্ধা ও সম্মান করি। আমাদের সেই শ্রদ্ধা আর সম্মানের প্রতি দয়া করে নিজেদের ব্যার্থ করিয়েন না। এই পেইজের ভালোর জন্য যা কিছু করা দরকার,দয়া করে তা করুন। তা না হলে,কখনোই ক্ষমা করতে পারবো না আপনাদেরকে। কেউ পেইজ ছেড়ে চলে যাক,তা চাইনা মোটেও।কিন্তু,কেউ নিজেকে তার নিজস্ব ক্রিয়েটিভিটি দ্বারা "ছোটলোক, চামার, পলিটেশিয়ান" প্রমান করলে তাকে ঘাড় ধরে বের করে দিতে কার্পণ্য করবেন না। আল্লাহর দোহাই লাগে। আর এই পেইজে ঝামেলা দেখতে চাই না। It's already enough!!!!

No comments:

Post a Comment