Saturday, March 12, 2016

সবাই যে যার মত ব্যস্ত


সবাই যে যার মত ব্যস্ত। আর আমার কোন কাজ নেই। বসে থাকা ছাড়া। আস ত সবাই আমার বাসায়। একসাথে বসে গল্প কর, আমার ভাল লাগবে। আর হ্যা আমি আছি তোমাদের সাথে। বিশেষ করে আব্বা চলে যাবার পর সিএসএম পেইজের ভাইরা সবাই যারা ঢাকা ছিল রেজাভাই সহ সবার জন্য অনেক দোয়া ওই সময়ে আমার পাশে দাড়ানোর জন্য। প্রথম ফোন দিলাম রেজাভাইকে,ভাইয়ের ফোন বন্ধ পেয়ে ফোন দিলাম আতিককে। এরপর ত সব ছুটে এলো। আমি খুব কৃতজ্ঞ যে নমি আমাকে প্রথম ফোন দিয়েছিল,এরপরের ফোন টাই ছিল জনির। ভাই তোদের আমি খুব ভাল বাসি। ভালবাসি সবাইকেই। বাকি সব ভুলে যেতে চাই। চিটাগাং, আমেরিকা,মালয়েশিয়া, সুইডেন সব জায়গা থেকে প্রচুর ফোন পেয়েছি। It really means a lot to me. May Allah bless u all. And I love u all.

No comments:

Post a Comment