Tuesday, March 29, 2016

অপু কে?


অপু :
অপু কে?
আমারা বাল্যকালের বন্ধু।
পিতা- নটু প্রসাদ দে,মাতা- আরতি দে(আমাদের স্কুলের শিক্ষিকা),দাদা- রাজীব কুমার দে,দিদি- মায়া দে,দিপা দে,
চার- ভাই বোনের মধ্যে সবার ছোট।
কলোনীতে প্রথমে f/10 ছিল,পরে E/9 এসেছে।
ছোট কাল থেকেই পড়া- লেখার পাশাপাশি খেলার প্রতি বেশী জোক ছিল।
ফুটবল,ক্রিকেট খুব ভাল খেলত।


কি করে- এখন একটি গার্মেন্টস এর মার্চেন্ডাইজার হিসেবে কর্মত আছে,
আড্ডাতে - আড্ডাতে অপু কি করেছে তা সবাই মোটামুটি জানে ও সাংস্কৃতির দায়িত্বে ছিল।সময় স্বল্পতার কারনে সবাই কে সুযোগ দিতে পারেনি,সে কারণে হয়তো অনেকে একটু ওর উপর অভিমান করছে।কিন্তু বেচারা যা চেয়েছিল সে মত অনুষ্ঠান করতে পারেনি। অপুর হয়ে সে জন্য আমরা ক্ষমাপ্রার্থী।আসলে সে অনেক কষ্ট করেছে,অনুষ্ঠান সফল করার জন্য।

অপু প্রচুর তৈলাক্ত খাবার খায়,বেশী পছন্দ করে পুরি।অনেক ব্যাস্ততার মাঝে ও আমাদের সময় দেওয়ার চেষ্টা করে।
অপুর একটি চাওয়া এত বছর পর ফিরে পাওয়া এই কলোনীর সকলে এক থাকা,ছোট একটা ভূমি

No comments:

Post a Comment