Tuesday, March 29, 2016

জসিম। একটি নাম। একটি প্রেরনা। একটি প্রতিক

- Shafiullah Manik

জসিম। একটি নাম। একটি প্রেরনা। একটি প্রতিক। যুগ যুগ ধরে উনি CSM কলোনির সকল প্রেমিক পলাপাইনের মনে প্রেমের আইডল। সেই সাথে CSM কলোনির সকল ছোট ভাইয়ের দরদি বড় ভাই। (দরদি বড় ভাই আরও আছে, তবে এই পোস্ট ও কমেন্ট শুধু জসিম জসিম আর জসিম ময়) ওনার বীরোচিত ঘটনা দেখেছি যখন, তখন বেশ ছোট ছিলাম। কিন্তু এই পেজ এ এসে দেখলাম চিনলাম জানলাম। খুব পরউপকারি ও দরদি। আর বেশী কিছু কমু না। উনার জন্য ভালবাসা রইল।

বিঃ দ্রঃ এটি কোন তেল নয়। নিখাদ ভালবাসা।

No comments:

Post a Comment