Tuesday, March 29, 2016

একজন ভাল মানুষ


অপু দা।যার পুরো নাম সজিব কুমার দে।আমরা চিনতাম আরতি আপার ছেলে বলে।আর স্কুলে অনুষ্ঠানে ভাল বাজাত বলে।উনি যখন স্কুলের কোন অনুষ্ঠানে ইলেক্ট্রিক গিটারে সুর তুলতেন,তখন তন্ময় হয়ে পুরো কলোনি বাসী শুনত। বাদ্যযন্ত্র প্রতিযোগিতা য় প্রথম হওয়া অপুদার ট্রেন্ড হয়ে গিয়েছিল। এজন্য কলোনি র অনেক মেয়ে উনার ফ্যান হয়ে গিয়েছিল।কিন্তু উনার দৃঢ় ব্যক্তিত্ব এর কাছে মেয়েদের এসব পাগলামি পরাজিত হয়েছে।

চাইলে বাসার সবার ছোট হিসেবে অতি আদরে বাদর হতে পারতেন।কিন্ত তিনি তা হননি।নিজে নীরবে ভালবেসে গেছেন। কিন্তু কারো পথের কাটা হননি। খুবই বন্ধুবৎসল। আড্ডার প্রান,দূরের কাউকে আপন করে নিতে পারেন। ছোটদের করেন স্নেহ,যেন নিজের আপন ভাই।হাসিখুশি, প্রান খোলা মানুষ।বিপদে সবার পাশে থাকার চেষ্টা করেন। আজ আর না।কারন আমি এখানে একজন ভাল মানুষের কথা বলেছি, তেল দেইনি

No comments:

Post a Comment