Tuesday, March 29, 2016

সুজন হাসনাত


আমার ধারনা সে রবিন্দ্রনাথের বংশধর। পারিবারিক টাইটেল আছে নামের সাথে। রুবায়েতের পোস্টে এক কমেন্ট এ তার সাথে আমার ঝগড়া। আমি খালি সবার সাথে ঝগড়া করি। ঝগড়াইট্টা হিসাবে খ্যাতি লাভ করছি। দিলাম এক কড়া পোস্ট। পরেরদিন ভোরবেলাতেই তার ফোন পেলাম। সরি বললো। দেখি অসম্ভব ভদ্র একটা ছেলে। আমিই লজ্জা পেলাম। পরে সে ঢাকা এসে আমার সাথে দেখা করলো,পা ছুয়ে সালাম অব্দি। সব ভুলে গেলাম। আমার মেয়েদের সাথে তার খাতির অসম্ভব। আমি এই খানে জায়গা পাইনা। এই ছেলেটা ভাল। কিন্তু আমার ধারনা পড়ালেখা জানেনা। কারন সে কিছু লেখেনা। পড়তেও পারে কিনা জানিনা। যাহোক,আমাদের আড্ডায় তার নিজের লেখা,সুর করা আর গাওয়া গান সারাদিন বেজেছে। এমনকি সেদিন সবার ফোনের রিংটোন ছিল এটা। খুব দারুন লেগেছে এটা। বহুদিন এটা আমার রিংটোন ছিল। অনেক বীট বলে আব্বা যেদিন চলে গেছেন সেদিন এটা পাল্টেছি। আশা করি তুই রাগ করবিনা। পেইজে আয়, লেখ। খালি লাইক দিলে মাইরালবাম।

No comments:

Post a Comment