Tuesday, March 29, 2016

নীরা


নীরা : কি ব্যাপার কাল না তোমার দেখা করার কথা ছিল আমার সাথে, আসোনি কেন? ( অভিমানী অবয়ব)

নীলয় : আরে সারারাত ওয়ার্ল্ড কাপের আজেন্টিনা বেলজিয়াম খেলা দেখে ভোরে ঘুমিয়েছি, তাই আসতে পারিনি।

নীরা : কি আমার চেয়ে তোমার ওয়ার্ল্ড কাপ বেশী? কি মজা পাও রাত জেগে এ খেলা দেখে, পরদিন তো আবার খেলা রিপিট করে তখন দেখলেই তো পারো। 

নীরা এবার প্রচন্ড অভিমানী। নিলয় বহু কসরত করে নীলার মান ভাংগালো। আচমকা নীলা নিলয়ের পা ছুয়ে সালাম করল, অপ্রস্তত নীলয় ভ্যাবাচেকা খেয়ে জিজ্ঞেস করলল সালাম কেন, উত্তরে নীলা বলল চারদিন পর পরীক্ষা শুরু তাই দোয়া নিয়ে নিলাম। পরিক্ষার সময় তুমি কাছে থেকোনা, তোমাকে দেখলে আমার সব এলোমেলো হয়ে যায়, দেখা যাবে বাংলা পরীক্ষার সময় ইংরেজি পরিক্ষা দিয়ে আসছি।

( ব্যাক গ্রাউন্ডে রোমান্টিক মিউজিক, কাহিনী একটু সেন্সরড)


প্রায় ২৫ দিন পর নীলয় চিটাগাং ফিরে এসেছে, আবারো অভিমানী নীলার প্রশ্ন, তুমি এতোদিন আমাকে না জানিয়ে কোথায় ছিলে। নীলয়ের উত্তর, তুমি না বললে তোমার পরীক্ষার সময় আমি কাছে থাকলে তোমার পরীক্ষা খারাপ হতে পারে, তাই দূরে দূরে ছিলাম।

নীলা কাঁদো কাঁদো স্বরে বলে উঠল আমি তো এটা মজা করে বলেছি তাই বলে তুমি আমাকে এভাবে কষ্ট দিবে, বলেই...... (সেন্সরড).

ইহা একটি রোমান্টিক নাটকের দৃশ্য বিশেষ। তবে কাহারো জীবন দৃশ্যের সাথে মিলে গেলে অধম লেখক দায়ী নয়।

No comments:

Post a Comment