Thursday, May 26, 2016

আমার জীবনের প্রথম সময়গুলো কেটেছিলো ষ্টীল মিলস্ জরুরী আবাসীক কলোনীতে


আমার জীবনের প্রথম সময়গুলো কেটেছিলো ষ্টীল মিলস্ জরুরী আবাসীক কলোনীতে। এমন কতোগুলো স্বৃতী এতোই গভীর ভাবে জড়ীত যে আমার আর কোন স্বৃতীর প্রয়োজন নেই এই একটি জীবন কাটিয়ে দেয়ার জন্য। একটা পরিবারে যেমন বড়,ছোট সকলকে নিয়ে বসবাস তেমনি ছিলো পুরো কলোনী। আমার পোড়া কপাল যে যখনি কলোনীর মজাটা গভীর ভাবে টের পাচ্ছিলাম তখনি কিছু ক্ষুদার্থ হায়েনার লালসায় পড়ে পুরো ষ্টীলমিল বন্ধ হলো আর আমরা ও হয়ে গেলাম শেখড় থেকে বিচ্ছিন্ন। কিছুদিন আগে আতীক ভাই আসছিলো CTG সেই শেখড়ের টানে। সবাকে honor করে একটা ভোজের আয়োজন করেছিলো। আমারা খুবই মজা করে খেলাম। সত্যিকার অর্থে আমরা তেমন কোন বড় রকমের খাদক নই, সবায়কে দেখবো এই আশায় একত্রিত হওয়া। কলোনী ছাড়লাম ১৬ বছর হলো, কারো জন্য তা ১৮ বা তারো বেশী কিন্তু একের জন্য অন্যের আবেগের নাই এতোঠুকু কমতি। আমরা এইভাবেই থাকবো ইনশাআল্লাহ একে অপরের জন্য একসাথে...

No comments:

Post a Comment