আস সালামু আলাইকুম। কেমন আছেন সবাই, আশাকরি ভাল
কোন ভাল কাজ করতে গেলে পিছুটান বা নেগেটিভ কথা আসবেই কিন্তু তাতে কোন কিছু আসে যায় না যদি আমার নিয়ত পরিস্কার থাকে। আত্ত্বতৃপ্তি ও মনের প্রশান্তি হল আসল কথা। আমাদের সমাজে খারাপ মানুয যেমন আছে তেমনি ভাল মানুযও আছে। এই ভাল মানুয গুলো আছে বলেই ভাল কাজ করে আনন্দ পায়। নিজেকে মানুয বলে মনে হয়। কারো কপালে লিখা থাকে না কে ভাল কে খারাপ। বিশ্বাস নিয়ে কাজ করে যেতে হবে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে সেটার ফল তাকে ভোগ করতে হবে আজ হউক বা কাল হউক। যার যার কর্মের সে অবশ্যই ভোগ করবে। এটাই জগতের নিয়ম। আল্লাহ্ এর বিধান যা অমান্য করার কারো সাধ্য নাই।
Mosaddeque Ali, Ziaul Hasan Anisur Rahman Reza, Ripon Akhtaruzzaman, Jashim Uddin Atiq Csm Masuk Elahi Nazmul Huda
ভাই সহ csm colony এর ছোট বড় সকল ভাই বোন কে ওনুরোধ যে যাই বলুক নিজের নীতিতে অটুট থেকে সৎ উদ্দেশ্য নিয়ে ইউনিটি ও মানব কল্যানে নিজেকে নিয়োজিত করুন।
চন্দন চাচি ও পাপ্পুর জন্য আমাদের দ্রুত কিছু কাজ করেতে হবে। ভাল মন্দ চিন্তার কিছু নাই। সকল দ্বিধাদন্দ ভুলে তারাতারি তাদের জন্য কিছু করতে হবে। এখনিই সময়।
প্লিজ আমার অনুরোধ টা ভেবে দেখবেন সবাই।
No comments:
Post a Comment