Friday, June 17, 2016

আচ্ছা দু'শ টাকা দামের কোন শাড়ি পাওয়া যায়


আচ্ছা দু'শ টাকা দামের কোন শাড়ি পাওয়া যায়? আমার মনে হয় সম্ভব না তাহলে সে গত ঈদের পর কেন আমাকে বলল আমি তাকে একটা দু'শ টাকা দামের শাড়িও কিনে দিলাম না। এবার ভাবছি বলবো দু'শ টাকা দামের শাড়ি অনেক খুজেছি কিন্তু পাইনি... অনলাইনে খুজলাম ১২০০ টাকার কমে পেলাম না...ভাবছি ইন্সটলমেন্টে যদি দেয় তাহলে নেওয়া যেতে পারে...প্রতি মাসে দু'শ করে ছয় মাসে।।।।।

No comments:

Post a Comment