Friday, June 17, 2016

আমার দোস্ত্ মামুন


আমার দোস্ত্ মামুন, এখন সে আমাদের তেমন একটা আড্ডাতে সময় দিতে পারে না। বেটা বাজাইছে হৃদয়ের বেমো। স্টীলার রা যেখানেই যাবে খাওয়া দাওয়া তো থাকবেই, আর খাওয়া দাওয়া মামুনকে স্ট্রংলি মেইনটেইন করতে হয়।

দোস্ত্ তুই সময় না দেয়াতে এখন আর তেমন একটা আড্ডাও হয়না আর হইলেও জমে না। আমরা কেমন যেন দুরে দুরে সরে গেছি। তুই অন্তত আড্ডাতে সময় দে প্রয়োজনে ভাবীরে বলে স্পেশালী তোর খাবার টিফিন বক্সে নিয়ে আসবি, তারপরও তুই আমাদের সাথে সময় দে। তুই না ডাকলেতো সবায় আসেনারে।

দোস্ত্ ভালো থাকবি, টেনশন করবি না একদম, আল্লাহ্ যাহা কিছু করেন ভালোর জন্য করেন। আমি তোরে দেখলে মনে সাহস পায় আর সামনে আগানোর মনোবল পায়।

No comments:

Post a Comment