Friday, June 17, 2016

kind attn zahed tipu


শুনতে পাচ্ছি এবং একটা পোস্ট ও দেখলাম যে ইফতার পাটি করার বেপারে খুব ভাল উদ্যোগ, কিন্তু কথা হল তুমি যখন উদ্যোগ নিলে তা হলে বড় ভাই বোন ছোট ভাই বোন বন্ধু সবার সাতে বিষয় টা নিয়ে আলাপ করে করলে ভাল হবে,যেমন আমি এখনো কিছুই জানি না কি করচো তুমি বা তোমরা, এই কথা যেন কেউ বলতে না পারে ভাই।সবিনয়ে বলছি বেপার গুলা চিন্তা করে আগাও ভাই,সংগে ছিলাম, সংগে আছি,সংগে থাকবো।একান্ত বেক্তিগত ভাবে অনুরোধ করছি সবাই কে ফোন করে জিজ্ঞাসা কর।আর যে যার আশে পাশে আছে সে তার সাতে কথা বলে বলে দিলেই পারে।

No comments:

Post a Comment