Wednesday, June 15, 2016

হাঁটাহাঁটি করা ভালো অভ্যাস


হাঁটাহাঁটি করা ভালো অভ্যাস, কলোনিতে থাকাকালীন সময় আকাম/ কুকাম /ভালো কাজ সবকিছুর জন্যই প্রচুর হাঁটতাম। এমন কি নিশি রাতেও হাঁটাহাটি বাদ যেতোনা। আর প্রতিদিন খেলাধুলা তো ছিলোই। 

তবে হাঁটার ক্ষেত্রে আমার আর Monirul Islam Monir মনিরুলের মধ্যে মাঝেমাঝে অদ্ভুত কিছু পাগলামি ভর করত। অল্প কিছু টাকা নিয়ে দুজন বাসে করে নিউমার্কেট চলে যেতাম, সেখানে কিছুক্ষণ উদ্দেশ্য হীন ঘোরাঘুরি করে পকেটে বাকি যে অল্প কয়েকটা টাকা থাকতো তা দিয়ে বাদাম কিনে মুখে পুরতে পুরতে দুজনে হেটে হেটে সেই নিউমার্কেট থেকে কলোনিতে ফিরতাম।

এখনো ইচ্ছে জাগে সেই পাগলামিতে ফিরে যেতে।

No comments:

Post a Comment