Wednesday, June 15, 2016

নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে কলোনীর কথা মনে পড়লো


নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে কলোনীর কথা মনে পড়লো। আব্বা চিঠি লিখত প্রচুর, পেতেনও অনেক। কলোনীতে ডাক পিয়ন এসেছে আমাদের চিঠি নাই এমন খুব কম হতো... আমার মনে হয় পুরা কলোনী জীবনে একজনকেই চিঠি বিলি করতে দেখেছি। উনার চেহারা এখনও চোখে ভাসে নামটি মনে নেই, কাচা পাকা চুল দাড়ি... যদি আমার সৃতি ভ্রম না হয...


No comments:

Post a Comment