Wednesday, June 15, 2016

অসুস্থ থাকার কারনে অনেকদিন পেইজে উপস্থিতি আগের মত নেই


অসুস্থ থাকার কারনে অনেকদিন পেইজে উপস্থিতি আগের মত নেই কিন্ত মাঝে মাঝে সবার post গুলো পড়তে চেষ্টা করি।মহান আল্লাহ্‌র কাছে প্রার্থনা করি তিনি যেন আমাকে দ্রুত সুস্থ করে দেন।যাতে আবার সবার মাঝে ফিরে আসতে পারি।এই লিখাটা আমার সকল স্টিলার ভাই বোন কে ধন্যবাদ দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ স্পেশাল thanks to Atiq Csm ভাই।সবাই আমার জন্য দোয়া করবেন।

No comments:

Post a Comment