Wednesday, June 15, 2016

সিএসএম পেজে অনেকের জন্মদিনের আপডেট আমার কাছে নাই


সিএসএম পেজে অনেকের জন্মদিনের আপডেট আমার কাছে নাই। তাই আমি সেগুলো পোস্ট দিতে পারি না।যদি কেউ এরকম বাদ পরে যায় যেমন আজ রেহানা আলম এর টা আমার কাছে আপডেট ছিল না।আতিক ভাই দিয়ে দিয়েছে।আরেকদিন জনি তার বোনের টা আমাকে মেজেছে ছবি সহ দিয়ে দিয়েছে, যা পরে আমি পোস্ট করি।এজন্য যদি কারোটা বাদ পরে কেউ কিছু মনে করবেন না,বা এরকম ভাববেননা যে আমারটা দিল না।সবাই কে ধন্যবাদ।সবাই ভাল থকবেন,সুস্থ থাকবেন সেই দোয়া সবাই সবার জন্য করি।

No comments:

Post a Comment