Wednesday, June 15, 2016

আজ আষাঢ় মাসের ১ম দিন


আজ আষাঢ় মাসের ১ম দিন।এই শুরু হইল বৃষটির দিন।সারাদিন খালি পড়তেই থাকবে।আর থামাথামি নাই।তবুও বৃষটি আমার খুব ভাল লাগে।বৃষটি পড়তে থাকলে কলোনিতে ফেলে আসা দিনগুলার কথা খুব মনে পড়ে।কলোনির দিনগুলা যদি আবার ফিরে পেতাম।জীবনে আর কিছুই লাগতো না।।।

No comments:

Post a Comment