Sunday, July 31, 2016

আজকাল বয়স হলেও সকলে দেখি বয়স হয়েছে মানতে চায় না মানসিক দিক দিয়ে


আজকাল বয়স হলেও সকলে দেখি বয়স হয়েছে মানতে চায় না মানসিক দিক দিয়ে।খুব ভাল।এতে করে আমাদের শারিরীক-মানসিক দুইদিকেই মঙ্গল হয়।সহজে রোগ-ব্যধি,প্রতিকূল পরিস্হিতি কাবু করতে পারে না। ছোট থাকতে বাবাকে দেখে এসেছি তরুণদের মত চলা ফেরা,পছন্দও রং-চঙা।সব ধরনের গান-বাজনাও পছন্দ করেন উনি।অনেক ক্ষেত্রে আমার,মার অসস্থি হতো।এখন বয়স ৭৮ বছর হবে।বিভিন্ন রোগ বাসা বেঁধেছে শরীরে।তারপরও মনে হয় বেঁচে আছেন মনের জোরে।বয়সটাকে গুরুত্ব না দিয়ে মনকে প্রাধান্য দিয়েছেন।দোয়া করি,উনার এই জোর বজায় থাকুক।উনি আরো দীর্ঘায়ু হউন।

No comments:

Post a Comment