Sunday, July 31, 2016

গতকাল সুজনের সাথে কথা বলে জানতে পারলাম


গতকাল সুজনের সাথে কথা বলে জানতে পারলাম,আমাকে ৪০০ করতে হলে কতটা আরো বাকী। লিখা লিখতে হবে।সুজন আমি তোরে কইয়া রাখলাম এককেরে চারশ হলে আমারে জানাবি।সিএসএম পেজে ৩০০+ লিখেছে আতিক ভাই,জনি২০০+ লিখেছে।আর কমু ভাই ১০০ + ও লিটন ৫০+ সবাই কে অভিনন্দন ও শুভেচ্ছা।রেজা ভাই ১০০ কাছাকাছি।এ পেজে সবাই মন খুলে লিখি শুধু এমন কিছু লিখবোনা যাতে আরেকজনের মনে কষ্ট পায়।তাই আমরা সবাই লিখে যাই,কারন এখানে সব আমরা আমরাইতো।শাহজাহান ভাই,স্বপন ভাই,ও অপু ভাইয়ের কাছেও সিএসএমের স্মৃতি নিয়ে লিখা আশা করি।

No comments:

Post a Comment