Sunday, July 31, 2016

গত দুইদিন (শুক্রবার এবং শনিবার)


গত দুইদিন (শুক্রবার এবং শনিবার) সিএসএম কলনির ভাইবোনদের সাথে দারুন সময় কাটিয়েছি। শুক্রবার বিকালবেলা স্কুল প্রাঙ্গনে বড়ছোট ভাইবোন একসাথে অনেক মজা করেছি, ছবি তুলেছি, আড্ডা দিয়েছি। তারপর সেখান থেকে চা খাওয়ার জন্য কাঠগড়ে খোকন ভাইয়ের বাসায় গেছি। আর গতকাল রাতে নবাবীতে শাহজাহান ভাইয়ের জন্মদিনের পার্টিতে কেক কাটা, ছবি তোলা, রাতের খাবার কি অসাধারন মুহুর্ত পার করেছি। খুব দ্রুতই সময় পার হয়ে গেলো। দুইদিন সবার সাথে অনেক মজা করেছি। মাঝে মাঝে মনে হয়েছে বড় ছোট ভাইবোনদের সাথে আড্ডা দিচ্ছি না, আড্ডা দিচ্ছি বন্ধুদের সাথে। সবাই যেন বন্ধুর মত। আসলে সিএসএম এর ভাই বোনদের সাথে থাকলে সময় কিভাবে টেরই পাই না। তবে একটা জিনিষ ভাল লাগে, আমরা সাথে ২/৩ ঘন্টা কিন্তু তার রেশ থাকে কয়েক ঘন্টা।

No comments:

Post a Comment