Sunday, July 31, 2016

কলনিতে থাকা অবস্থায়


কলনিতে থাকা অবস্থায় আমাদের বন্ধুদের কয়েকটা গ্রুপ থাকালে ঈদেরর দিন আমরা সবাই এক হয়ে যেতাম। সারাদিন গ্রুপ ভিত্তিক ঘুরাঘুরি করলেও সন্ধ্যার পরে সবাই এক জায়গায় একত্রিত হতাম। কম করে হলেও ১৫/২০ জন। তারপর সকলে মিলে দলবেঁধে একেক বাসায় হানা দিতাম। একটা বাসা শেষ করে আরেকটা বাসায় যেতাম। যে বাসায় যেতাম সে বাসার খবর হয়ে যেত। কারন কোন রকম ইনফরম্যাশন ছাড়াই যাওয়া হতো। তবে একটা ব্যাপার লক্ষ্য করতাম তারা আমাদের কিছুই বুঝতে দিতো না। পরে অবশ্য দুই ঈদের পর থেকে যাদের বাসায় যেতাম তারা অভ্যস্থ হয়ে গেছে। তারা মোটামুটি প্রিপারেশনে থাকতো। এখন এইসব কথা মনে হলে খারাপ লাগে। কারন বিনা নোটিশে তাদের অনেক কষ্ট দিয়েছি।

No comments:

Post a Comment