Sunday, July 31, 2016

তখন ৯০ এর গন আন্দোলন চলছিল


তখন ৯০ এর গন আন্দোলন চলছিল, সন্ধ্যার পরে বিবিসি আর ভয়েস অব আমেরিকা শোনার জন্য কলোনির চাচা ভাতিজা সবাই গিয়ে হাজির হতাম জেক্সের সামনে, দেশের পরিস্থিতি নিয়ে সবার মাঝে উদ্বেগ থাকলেও সন্ধ্যার পর জেক্সের সামনে ওই সময়টায় সবার মাঝে উৎসব ভাব বিরাজ করতো। 

এমনই এক সন্ধ্যায় Md Shafiul Alam ভাই তার মোটর সাইকেল নিয়ে জেক্সের সামনে আসলেন। সেখানে আমি আর দুলিওও ছিলাম। শফি আলম ভাইয়ের মোটর সাইকেল টি দেখে দুলি আবদার করলো সে একটু চালাবে। দুলি তখনো মোটর সাইকেল ভালোমতো চালাতে পারতোনা, সেটি আবার শফি আলম ভাই জানতেন না। যা হোক দুলি মোটর সাইকেল স্টার্ট দিয়ে একটু দুরেই সি টাইপ মাঠের কাছে গিয়ে ব্যালেন্স হারিয়ে মোটর সাইকেল সহ চিটপটাং। শফি আলম ভাই তার মোটর সাইকেলের জন্য হায়হায় করছেন, আর ওদিকে সবাই খবর শোনা বাদ দিয়ে আহত দুলিকে নিয়ে ব্যস্ত। আল্লাহর অশেষ রহমত, দুলি আমাকেও মোটর সাইকেলের পিছনে সেদিন তার সাথে উঠতে বলেছিল, কিন্ত আমি আর উঠিনি।

এগুলো কলোনির স্বাভাবিক ও সাধারণ ঘটনা ছিল, কিন্ত এখন মনে পড়লে প্রতিটি ঘটনাই আমার কাছে অসাধারণ মনে হয়।

No comments:

Post a Comment