Friday, July 22, 2016

খুব সকালে উঠেই ভাবছিলাম মামুন ভাইয়ের কোন পোস্ট দেখব


খুব সকালে উঠেই ভাবছিলাম মামুন ভাইয়ের কোন পোস্ট দেখব আমাদের গ্রুপের Mohammad Nazrul ভাই ওরফে টিংকু ভাইয়ের জন্মদিন উপলক্ষে। আজ আমাদের এই ভাইয়ের জন্মদিন। খুবই ভাল একটা দিন জন্মদিন উদযাপন এর জন্য। ছুটির দিন। ব্যক্তিগতজীবন এ উনি খুবই সন্তান বৎসল।আবার সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করেন। হাসিখুশি থাকতে চান।ভাই বোন দের প্রতি দায়িত্ববান মানুষ।পেজের যেকোন অনুষ্ঠান এ উনার সরব উপস্থিতি প্রমান করে কলোনি র প্রতি তার ভালবাসার ব্যাপার টা। আমি যখন নিরু ভাইয়ের অফিসে যাই,সেদিন টিংকু ভাই আমাকে আলাদা করে ডেকে অনেক কথা বলেন যেন আমার অনেকদিনের চেনা। দোয়া করি যেন আরো অনেক বছর এভাবে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারি।বেচে থাকেন সুস্থভাবে,সুন্দর ভাবে।

No comments:

Post a Comment