Friday, July 22, 2016

BH 1 এর বিল্ডিং টা তে অনেকগুলো ঘর ছিল


BH 1 এর বিল্ডিং টা তে অনেকগুলো ঘর ছিল, আর সেখানে অনেক গুলো ফ্যামিলি।প্রথমে BH 1 মানে না বুঝলেও পরে রিনি বুঝায় দিছিল মানে ব্যাচেলর হোস্টেল। এই বিল্ডিং টার সামনে একটা নলকূপ ছিল,যেখান থেকে পানি আনতে যেতে হত আমার আম্মার জন্য কারন পানিটা ছিল খুব ঠান্ডা। তাছাড়া ওখানে যারা থাকতেন তাদের বেশিরভাগ পরিবারের সদস্য কম ছিল।তাদেরকে আমার মনে হত খুব সুখী।মনে হত দুঃখের সাথে এদের পরিচয় নাই।আর সব সময় পরিস্কার পরিচ্ছন্ন লাগত।এত অল্প জায়গায় তারা খুব সুন্দর করে ঘর টাকে টিপটপ করে রাখতেন।মাঝে মাঝে নামাজ পড়ে আসার সময় কিংবা স্কুল ছুটি র পর নিচতলার সামনে দিয়ে আসতাম। দুপুরের দিকে বিল্ডিং এর সামনে ছায়া নেমে আসত। আর কয়েক টা নারকেল গাছের পাতায় বাতাস বয়ে যেত। মন টা ভাল হয়ে যেত 

photo- Taskin Ashiq


No comments:

Post a Comment