Friday, July 22, 2016

সবাই যখন প্রিজমা দিয়ে নিজের চেহারা কার্টুন এর মত করে ফেলছে তখন মনে পড়ল


সবাই যখন প্রিজমা দিয়ে নিজের চেহারা কার্টুন এর মত করে ফেলছে তখন মনে পড়ল, কলোনি তে শুক্রবার আসলেই দুপুরে ঘুমাতে চাইতাম না।জেগে থাকতাম। দেখা যেত রিতা দের বাসায় বা রুবি আপাদের বাসায় গিয়ে বসে থাকতাম। কারন কার্টুন দেখতে হবে। থান্ডার ক্যাটস।এই কার্টুন টা দেখা প্রথম কার্টুন। খুব পছন্দ করতাম। তখন ত বিটিভির দুপুরের অধিবেশন শুরু হত ৩ টা থেকে। প্রথমে একটা মিউজিক দিয়ে স্থির চিত্র,তারপর পবিত্র কোরান থেকে পাঠ, তারপর ত্রিপিটক বা বাইবেল বা গীতা পাঠ। অল্প সময়ের জন্য দেখাত।কিন্তু এক একটা মিনিট মনে হত অনেক দীর্ঘ। শেষ হতে চাইত না। বিরক্ত হয়ে যেতাম।আর যখন কার্টুন শেষ হয়ে যেত,মনে হত এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেল।

আর এখন সময় যে কত দ্রুত চলে যায়, টের পাই না।



No comments:

Post a Comment