Friday, July 22, 2016

আমরা যখন খুব ছোট ছিলাম


আমরা যখন খুব ছোট ছিলাম,ক্লাস তাড়াতাড়ি ছুটি হত,তখন অনেক ক্ষণ খেলার সময় পেতাম। ১ টা না বাজলে বা আম্মা না ডাকলে, বাসায় যাবার কথা, গোসল করার কথা ভুলেই যেতাম। মাঝে মাঝে খেলা খুব জমে উঠছে, এমন সময় দেখতাম, বড় কোন আপা ডাকছে, ছায়াছন্দ শুরু হয়ছে। এগুলো কে বলত চোরা অনুষ্ঠান, কারন নির্ধারিত সময়ের আগে টিভি তে দেখানো হত। মাঝে মাঝে রুনা লায়লার গানও দেখান হত। ছায়াছন্দের নাম শুনে আমরা খেলা বাদ দিয়ে পড়ি মরি করে ছুটতাম। বেশিরভাগ সময় দেখানো হত, ববিতার চুরি করেছ আমার মন টা কিংবা শরমিলা ঠাকুরের যেও না সাথি গান টা। তবে কয়েক টা গান দেখানোর পরে বন্ধ করে দেয়া হত।তখন খুব রাগ হত।এত মজার খেলা টা মাঠে মারা যেত। এখন ত বিনোদনের অনেক রসদ।তবে চোরা অনুষ্ঠান এর মত আকর্ষণ করেনা

No comments:

Post a Comment