Friday, July 22, 2016

চাকুরী তে জয়েন করার জন্য ২৩ এপ্রিল ১৯৯৯ ঢাকায় বসবাসের জন্য চট্টগ্রাম ছাড়ি


চাকুরী তে জয়েন করার জন্য ২৩ এপ্রিল ১৯৯৯ ঢাকায় বসবাসের জন্য চট্টগ্রাম ছাড়ি, বিকাল ৩ টার মহানগর গোধুলী তে রওনা দিয়েছিলাম সেদিন,বাজারের বেলাল ভাই আমাকে স্টেশন পর্য্যন্ত নিয়ে এসেছিল। তখন স্টিল মিল বন্ধ হবে হবে করছে, কলোনির সব লোকজনই প্রায় রয়ে গেছে। আর আমার মনে হচ্ছিল আমি ঢাকায় চাকুরী করতে না, নির্বাসনে যাচ্ছি। ঢাকা আসার পথের পুরোটা রাস্তা ইচ্ছে হচ্ছিল চিৎকার করে কাঁদি। ঢাকায় এসে প্রথম উঠেছিলাম যাত্রাবাড়ী এলাকায় আমার ফুপুর বাড়িতে। এর আগে বছরে বহুবার ঢাকা এসেছি, কিন্ত সেটা সাময়িক সময়ের জন্য। কিন্তু এবার তো মোটামুটি পার্মানেন্ট। পথঘাট তেমন চিনিনা, সেই সকাল সাতটায় উঠে অফিসে যাই ফিরি সন্ধ্যার পর। যাত্রাবাড়ী এলাকায় থাকি, ওখান দিয়েই চিটাগাং এর বাস গুলো যায়, মাঝেমাঝে ইচ্ছে করে একটা বাসে উঠে চিটাগাং চলে যাই। সারাদিন মনমরা হয়ে পড়ে থাকি। এর মধ্যে ৯৯ বিশ্বকাপ ক্রিকেট শুরু, বাংলাদেশ স্কটল্যান্ড আর পাকিস্তান কে হারিয়ে দিয়েছে, সারা দেশে উল্লাস আর আমি ভাবছি ইস! এখন যদি কলোনি তে থাকতাম কত মজা হতো। নিশ্চয় সবাই কলোনিতে অনেক মজা করছে। কি যে একাকীত্ব আর মনমরা জীবন গিয়েছে আমার। সেই একাকীত্ব জীবনে বন্ধু Monirul Islam Monir আমাকে অনেক সময় দিয়েছে।

No comments:

Post a Comment