Tuesday, March 15, 2016

ক্লাস এইট কি নাইনে পড়ি


ক্লাস এইট কি নাইনে পড়ি।তখন সিএসএম জামে মসজিদে তাবলীগ জামাত এসেছিল। সবাই চুয়েট এর ছাএ ছিল ।আমি তখন অন্য কোন ওয়াক্তের নামাজ না পড়েলও মাগরিব আর ঈসার সময় মসজিদে নামাজ পড়তাম।স্বাভাবিক ভাবেই তাবলীগের ভাইরা আমাদের দাওয়াত দিত মসজিদে বসে আল্লাহ্ কথা শুনার জন্য।একদিন ঈসার সময় তাবলীগের ভাইরা যে বিরানী রান্না করছিল তার খুব খুসবো পেলাম।যখন ঈসার ফরজ নামাজ শুরু হল তখন সাগর.আমি আর দুলাল আমরা নামাজ না পড়ে বিরাণী থেকে গোস্তের টুকরা গুলো খেয়ে মসজিদ থেকে বের গেলাম।তাবলীগের সাথী ভাইরা হয়ত বুজেছিল এই কাজটা কেে করছিল।তাবলীগ ভাইরা শেষ পর্যন্ত আমাদের কে নিয়ে জামাত তৈরি করে তিনদিনের জন্য চট্টগ্রাম শিকলবাহার গেল।আমার প্রথম তাবলীগ জামাতে যাওয়া।

No comments:

Post a Comment