ক্লাস এইট কি নাইনে পড়ি।তখন সিএসএম জামে মসজিদে তাবলীগ জামাত এসেছিল। সবাই চুয়েট এর ছাএ ছিল ।আমি তখন অন্য কোন ওয়াক্তের নামাজ না পড়েলও মাগরিব আর ঈসার সময় মসজিদে নামাজ পড়তাম।স্বাভাবিক ভাবেই তাবলীগের ভাইরা আমাদের দাওয়াত দিত মসজিদে বসে আল্লাহ্ কথা শুনার জন্য।একদিন ঈসার সময় তাবলীগের ভাইরা যে বিরানী রান্না করছিল তার খুব খুসবো পেলাম।যখন ঈসার ফরজ নামাজ শুরু হল তখন সাগর.আমি আর দুলাল আমরা নামাজ না পড়ে বিরাণী থেকে গোস্তের টুকরা গুলো খেয়ে মসজিদ থেকে বের গেলাম।তাবলীগের সাথী ভাইরা হয়ত বুজেছিল এই কাজটা কেে করছিল।তাবলীগ ভাইরা শেষ পর্যন্ত আমাদের কে নিয়ে জামাত তৈরি করে তিনদিনের জন্য চট্টগ্রাম শিকলবাহার গেল।আমার প্রথম তাবলীগ জামাতে যাওয়া।
আমাদের এই গ্রুপ টা হচ্ছে আমাদের কলোনীর মিলন মেলা, প্রাণের স্পন্দন, আমাদের সুখ দু:খ, প্রেম ভালোবাসা, হাসি আনন্দ, মজার সব অভিজ্ঞতা একে অপরের সাথে শেয়ার করার মাধ্যম। তবে এসব শেয়ার করতে গিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে, কোন নেগেটিভ বিষয়ে, বা কারও কোন দুর্বল বিষয়ে কথা বলতে গিয়ে যেন সরাসরি কারো নাম প্রকাশ না পায়, আমরা কারো নাম দিয়ে এমন কিছু প্রকাশ করবনা যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি বিব্রত হয়, আমাদের জুনিয়র সিনিয়র সকলের অনুভূতি ও সম্মানের প্রতি শ্রদ্ধা রাখব। অশ্লীল যেকোন কিছু পোষ্ট করা থেকে বিরত থাকব।
No comments:
Post a Comment