Tuesday, March 15, 2016

আজ চৈত্রের ১ম দিন


আজ চৈত্রের ১ম দিন, চৈত্র মাসে নাকি কাঠ ফাটা গরমে দুনিয়া শুকিয়ে যায়, আর এদিকে আমাদের সিএসএম এ রোমান্সের জোয়ার বইছে। আহ কি রোমান্স!! পড়লেই মন টা হু হু করে ।

জানালা টু জানালা চোখাচোখি, পুকুরপাড় টু বারান্দা ইশারা। স্কুল টু বাসা কুটুর করে কথা বলতে বলতে পথ চলা।

কলেজ বাস আর নিউমার্কেট নার্শারী, পাথরঘাটা, বহদ্দারহাট, চকবাজার, বিশ্ববিদ্যালয় কোথায় ছিলাম না? সব জায়গায় রোমান্স। রোমান্সের জন্য কত পাগলামি, এই পাগলামি মাঝেমাঝে ছাগলামি তে গিয়ে পড়ত। 

তবু যুগযুগ বেঁচে থাকুক এই রোমান্সের পাগলামি ছাগলামি।

No comments:

Post a Comment