Tuesday, March 15, 2016

একটি ছেলে আর একটি মেয়ে


একটি ছেলে আর একটি মেয়ে। দুজনের বয়সটা কাছাকাছি। তবে বয়সটা অল্প। ভালোবাসাটাই তখনো ভালো করে বুঝা হয়ে উঠেনি। একদিন হঠাত, একটি মায়াবি মুখ!!!! বারান্দায় দড়িতে ঝুলানো, শাড়ীর আড়ালে, একটু দেখা দিয়ে, আবার শাড়ীর আড়ালে, আবার দেখা দিয়ে, আবার শাড়ি আড়ালে!!!! ছেলেটির অস্থিরতা বেড়ে গেলো, বুঝতে পারলো, কোথায় যেনো, খুব ভালো লাগা, কিছু একটা হচ্ছে!!! গল্পের সুরু এখান থেকেই।

একটি চিঠি, যা ছিলো একটি প্রেম পত্র। মাত্র, কয়েকটি লাইনে লিখা, "আমি ভালোবাসি তোমাকে"। আর ছিলো, সামান্য আবদার, " আমার পছন্দের রঙ আকাশী", । আকাশি রঙ ছাড়া ছেলেটি কিছু বুঝেনা!!!।

চলতে থাকলো এভাবেই, ভালোবাসাটা না বুঝেই, গভীর ভালোবাসা!!!। তারপর একদিন, ধরা পড়লো মেয়েটি, পিঠেও কিছু জুটলো, গুমুর/গুমুর, আর এদিকে ছেলেটি চিন্তায় অস্থির, কখন ভালোবাসার এই রিপোর্ট কার্ড টি, তার বাবার হাতে পৌছাবে। তবে ছেলেটির কপাল ভালো!!!! বাবা, জানতে পারলো না, তার ছেলে, এখন প্রেমিক পুরুষ!!!!।

ভালোবাসা থেমে থাকলো না। ছেলেটির আকাশি শার্ট, আর মেয়েটির ভালোবাসা, আরো গভীর হলো।এভাবাই চলতে চলতে, ধীরেধীরে, ছন্দপতন সুরু হলো!!! ছেলেটির দুরন্তপনা, লেখাপড়া অমনোযোগী, আর মেয়েটি লেখাপড়ায় ভালো। যত দিন যেতে লাগলো, মেয়েটি বুঝতে লাগলো, এই ছেলেটির উপর, নির্ভর করা যায়না।

তারপর একদিন সব থেমে গেলো!!! চলে গেলো ছেলেটি, অনেক দূরে। মেয়েটি যেনো, খুজে না পায়!!

আজ জিবনের, একটি প্রান্তে এসে, সেই ছেলে/মানুষটি, এখনো "আকাশী"। ১০০০টি "মোমবাতি" যালিয়ে, যদি কখনো, ছেলেটিকে খুজে পেয়ে না থাকো, চেয়ে দেখো, আজ সেই ছেলেটি, হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে!!!! " বাড়িয়ে দিতে পারো, বন্ধুত্তের হাত", ঠিক এই ভাবে, হ্যালো, আমি সারাফের বাবা, আর তুমি!!!!????

No comments:

Post a Comment