Tuesday, March 15, 2016

আমি শেষ, আমাকে কেউ তোরা বাচা


আমি শেষ, আমাকে কেউ তোরা বাচা। নাক দিয়ে, অনবরত পানি বেরুচ্ছে। এক সাথে, নন স্টপ, ৬/৭টা হ্যাচ্চো!!! গামছা, টাওয়েল, গেঞ্জি, লুংগি দিয়ে নাকের পানি মুছতে মুছতে, বাকি ছিলো, সারাফের মার, উড়না। উড়না দিয়ে নাক মুছে, এখন মহাবিপদে আছি। আমার বেটি মহা আনন্দে আছে। আমি হ্যা-চ- করতেই, আম্মু, উড়না সামলাও, বাবা তোমার, উড়না ঘীন্না করে দিবে!!! আল্লাহ, তুমি আমারেই দেখলা!!! আমার ঠাণ্ডা টা, সারাফের মারে দিলে, কি এমন ক্ষতি হইতো!!!!

No comments:

Post a Comment