সুজন মানে কি? ভাল মানুষ, আল আমিন মানে বিশ্বাসী। ডাক নাম আর ভাল নামের মানে ভাল কিছু অর্থ থাকা সবার ক্ষেত্রে হয়না। যেটা ঘটেছে সুজনের ক্ষেত্রে।
সুজন আমার ব্যাচমেট। আমাদের পরিচয়ের শুরুটা খুব ভাল ছিল না। কিন্তু আমি ছিলাম সুজনের হাতের লিখার ভক্ত।মালা আপা ওকে নোট করে পড়তে বলতেন।সুজন কোর আন তেলাওয়াত করত সুন্দর করে।শাহাদাত হুজুর ওর তেলাওয়াত এর প্রশংসা করতেন। খুব বন্ধু বৎসল ছিল।সহপাঠী দের জন্য মায়া ছিল।নিজে পড়া শিখে বলবে, শিখেনি।সবাইকে শিক্ষক এর শাস্তির হাত থেকে বাঁচানো র জন্য ও অনেক পন্থা অবলম্বন করত। স্কুলে থাকতে আমার সাথে ওর কিছুটা দূরত্ব ছিল যা আমি কখনোই ঘুচাতে চাইতাম না।
সুজন অনেক সম্ভাবনাময় একটা ছেলে।কিন্তু আমার ধারনা সে সেটা জানত না।জানলেও কেয়ার করেনি।ও যদি ওর সম্ভবনাকে কাজে লাগাত, তাহলে অনেক দূর যেত। হয়ত সুজনের কাছে একজন সফল মানুষ হবার চেয়ে ভাল মানুষ হয়ে নামের সার্থকতা প্রমান করা গুরুত্ব পেয়েছে। ওর বাবাও।ছিলেন ভাল মানুষ।পরীক্ষা দিতে গেলে এমন ভাবে আমাদের খোজ খবর নিতেন যেন আমরা উনার নিজের ছেলে।
প্রতিমাসে সুজন আমাদের লিখার পরিসংখ্যান প্রকাশ করে। কাজটা সে অনেক যত্ন নিয়ে করে।আমার সবগুলো লিখা সে আমাকে পাঠিয়েছে।আমি ত ভেবেছিলাম লিখাগুলো হারিয়ে যাবে,কিন্তু সুজন সেটা হতে দেয়নি।আসল বন্ধুর দায়িত্ব পালন করেছে।
কিছুদিন আগে সে বাবা হয়েছে।তাই সুজনের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে সে যেমন তার জীবনের পুরো সম্ভাবনা কে কাজে লাগায়নি, তার সন্তানের মধ্য দিয়ে যাতে বাকি স্বপ্ন টা পুরণ করে।
কথায় আছে,
সুজনে সুযশ গায়, কুযশ ঢাকিয়া।
সুজন তেমন একজন মানুষ।ভাল থেকো বন্ধু।
No comments:
Post a Comment