Saturday, April 2, 2016

যেখানে সারা বিশ্বের মেয়েরা এগিয়ে যাচ্ছে সেখানে আমাদের মেয়েরা কেন পিছিয়ে আছে বুঝা যাচ্ছেনা


জনি বেচারা ছোট বেলায় মেয়েদের সাথে ঘুরে দারুন বিপদে পড়েছে,পুরা মেয়েদের দায়িত্ব একাই পালন করতেছে। রনি কিছু দায়িত্ব পালন করলেও বাকীরা প্রায় হাতগুটিয়ে বসে আছে।যেখানে সারা বিশ্বের মেয়েরা এগিয়ে যাচ্ছে সেখানে আমাদের মেয়েরা কেন পিছিয়ে আছে বুঝা যাচ্ছেনা।তব আমার মনে হয় কোমর বেধে আমার বোনরা যুদ্বে নেমে পড়বে।তেলে তেলে পেইজ তৈলাক্ত হয়ে উঠবে।আশা করি আমাদের বোনরা আর পিছিয়ে থাকবে না।

No comments:

Post a Comment