Saturday, April 2, 2016

না আজও পারলামনা


না আজও পারলামনা, চেয়েছিলাম অফিসের পেন্ডিং কাজ গুলো আজই শেষ করে ফেলব, হলোনা, অর্ধেকের চেয়েও কম কাজ করে রেখে দিয়েছি আগামীকালের জন্য। জানিনা কবে শেষ করতে পারব। একটু পরপর ফেসবুকে ঢু না মারলে মনে হয় যেন কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছি, ফেসবুক প্রেম আমারে বুজা গেছে ফাটা চেংগির কেচকিতে ফালাবে। ঘরে কয়েক দিন পড়ছিলাম এই কেচকিতে, তবে মিনিস্টার ম্যাডাম আপাতত ঠান্ডা আছে। চিন্তায় আছি অফিস লইয়া। নাহ! যে করে হোক আগামীকাল কাজ শেষ করতেই হবে।"মর্দ কা বাত হাতিকা দাঁত"।

No comments:

Post a Comment