Saturday, April 2, 2016

বন্দ করা উচিত এখনই


আমরা এই পেজ শুরু করেছিলাম হাসি কান্না ভাগাভাগি করে নেওয়ার জন্য, আমরা হাসব আবার কারো দুঃখে পাশে দাড়াবার জন্য, আজ তেল মারামারি নামে যে প্রতিযোগিতা শুরু হয়েছে তাতে আমি এই পেজের জন্য খুবই ক্ষতিকর বলে মনে করি, গ্রান্ড আড্ডার সময় স্টেজে তোলা নিয়া যে মৃদু সমালোচনা হয়েছিল আমার মনে হয় তার পুর্নাবৃতি হবে, কারন অনেকে অনেকের মনের অজান্তে বাদ পরে যেতে পারে, সুতারং এখনই বন্দ করা উচিত, মজা করব আন্দদ করব তবে এমন নয়, আমাদের এক স্টিলারের বৌ আজ টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না আমাদের সেই দিকে খেয়াল করা উচিত,ভূল হলে ক্ষমা প্রার্থী

No comments:

Post a Comment