Saturday, April 2, 2016

বিভিন্ন ভাই-বোনদের মান-অভিমান নিয়ে আমার এই লেখা


বিভিন্ন ভাই-বোনদের মান-অভিমান নিয়ে আমার এই লেখা। আমরা যদি পেইজকে সময় দেই এবং লেখার মান ভাল হয় সবাই না হউক উল্লেখযোগ্য সংখ্যক অবশ্যই লা্ইক/কমেন্টস দিবে। তারপরও আরো কিছু ব্যাপার আছে যে গুলো অগোচরে কাজ করে যেমন এখানে গ্রুপিং আছে কেউ বিশ্বাস না করলেও আমি তা বিশ্বাস করি। কেহ যদি খুব নিবিড়ভাবে পর্যালোচনা করে তাহলে ভাল করে বুঝবে, কে কাকে দিচ্ছে? সব পোষ্টে দিচ্ছে কিনা? ,না শুধু লাইক দিচ্ছে? না গড় হারে দিচ্ছে ?ইত্যাদি ইত্যাদি। আবার, মানুষ হিসাবে পছন্দের ব্যাপার আছে, আত্বীয়তার(রিলেশান) ব্যাপার আছে, ব্যাক্তিত্বের ব্যাপার আছে, গ্রহন যোগ্যতার ব্যাপার আছে, তার সামাজিক পজিশনের ব্যাপার আছে ইত্যাদি। কোন সমস্যা হলে সবাই বলে বড় ভাইদের কথা বলে!আবার সেই বড় ভাইরা ভাল কোন পোষ্ট দিলে আশানুরুপ লাইক/কমেন্টস আসে না। অন্যপ্রসঙ্গে- যেমন আমাকে খুব কম জনই চিনে। মোটামোটি সরব খাকার চেষ্টো করি।কিন্তু আমি সেভাবে আশানুরুপ লাইক পাই না।না চিনার কারণে হয়তা দেয় না বা লেখার মান ভাল না। তবে এটা আমি শতভাগ বিশ্বাস করি যে,যখন আমাদের সিএসএম কলোনী পেইজটি পুরোপুরি পরিপক্কতা লাভ করবে তখন এ ধরনের কোন সমস্যা থাকবে না বলে আমার ধারনা। এটার জন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে । সবুরে মেওয়া ফলে। পরিশেষে বলবো- কোন ভাল, সুন্দর ও গঠনমূলক লেখাকে আমরা যদি উৎসাহিত না করি তাহলে ঐ ব্যাক্তি লিখার উৎসাহ হারিয়ে ফেলবে এবং এটাই স্বাভাবিক। পরিনামে এ লেখা পড়া এবং কিছু জানা বা শিখা খেকে আমরা বঞ্চিত হবো।পুরা ব্যাপারটাকে নিগেটিভভাবে না নেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ রইল।

No comments:

Post a Comment