Saturday, April 2, 2016

শুধু যারাই ফেইসবুকে লেখালেখি করে


শুধু যারাই ফেইসবুকে লেখালেখি করে (লাইক দেওয়া পার্টিও লেখকের অর্ন্তভুক্ত)তাদেরকে নিয়ে একটা মিনি আড্ডার আয়োজন করলে কেমন হয়? সেটা যেকোন যায়গায় হতে পারে।লেখকের সংখ্যা আমার হিসাবে বেশীরপক্ষে ৫০ জন হতে পারে। মান অভিমান যা কিছু হচ্ছে এদের মধ্যেই হচ্ছে। এখন আমরা যদি একটা মিনি আড্ডায় বসে গল্পগুজব করার পর একসাথে একবেলা ভাত খেতে পারি তবে মনে হয় সবাই সব দু:খ কষ্ট ভূলে যাবে , দুরত্ব কমে আসবে ও আন্তরিকতাও বাড়বে। অন্যদিকে লেখার কারণে লাইক দিচ্ছি, কমেন্টস করছি কিন্তু কেউ কাউকে চিনছে না (সংখ্যায় নগন্য হতে পারে) সেক্ষেত্রে পরিচয় টা হবে তখন দেখবেন লাইকের (হয়ত) যথাযথ ব্যবহার হবে। সবার সুবিধাজনক সময়ে এরকম একটা মিনি আড্ডার আয়োজন করা হলে ভালই লাগবে। মনটাও ফ্রেশ হবে। আর এটা খুব ভালো টনিক হিসাবে কাজ করবে। যারা পক্ষে আছেন তারা শুধু “হাঁ” যারা বিপক্ষে আছেন তারা শুধু “না” লিখে পোষ্ট করুন।

No comments:

Post a Comment