Tuesday, July 26, 2016

সিএসএম পেইজের বিশিষ্ট পরিসংখ্যানবিদ Al Amin Billah Shujon এর পরিসংখ্যান মতে


সিএসএম পেইজের বিশিষ্ট পরিসংখ্যানবিদ Al Amin Billah Shujon এর পরিসংখ্যান মতে Atiq Csm এর পরে উদীয়মান কিশোর (বিয়ে করে নাই বলে) লেখক Niaz Morshed জনির অবস্থান। আজকে এখন পর্যন্ত তার লেখা ১৯৬ টি। মানে ডাবল সেঞ্চুরির অতি সন্নিকটে। প্রথম প্রথম জনি এই পেইজে তার আপাদের নিয়ে বেশির ভাগ লেখা লিখত। তখন ভাবতাম হয়তো ছোটবেলার রেশটা এখনো কাটে নাই। কিন্তু তার ইদানিং কিছু লেখা দেখে মনে হচ্ছে জনি এখন আগের জনি নাই। পুরাই চেঞ্জ। তার কিছু পোষ্ট দেখে আমি আসলেই অবাক হয়ে গেছি। কি অসাধারন স্মৃতিশক্তি! কি সুন্দর স্মৃতিচারন! ইদানিং কালের জনির লেখাগুলো পড়তে পড়তে কলনির চিত্রটা চোখের সামনে ভেসে উঠে। মনের অজান্তে কলনিতে চলে যায়। তোমার ভান্ডারে আর যা যা আছে সব বের করে দাও। ডাবল সেঞ্চুরি ও হবে। আর আমরাও নিজের অজান্তে কলনি থেকে একটু ঘুরে আসতে পারবো। ধন্যবাদ জনি। ভালো থেকেো, সুস্থ থেকো। দীর্ঘজীবী হও। যদি সিরিয়াল জনিত সমস্যা না থাকে তাহলে তাড়াতাড়ি বিয়ে করে তোমার বউয়ের জন্য একটা জনি প্রিন্ট শাড়ি কিনো।

No comments:

Post a Comment