Tuesday, July 26, 2016

সিএসএম পেজের নিবেদিত প্রান আমাদের রিপন ভাই


সিএসএম পেজের নিবেদিত প্রান আমাদের রিপন ভাই। সারাদিনের ব্যাস্ততার মাঝে সামান্য একটু সময় যেই পেলেন অমনি ঢুকে পড়েন পেজে। আর মজার মজার কমেন্ট করে আমাদের সবাইকে মাতিয়ে রাখেন। 

ভাবীর বকুনী যদি হিসেব করা হয় তাইলে সেকেন্ড প্রতি 10/12 বকুনীতো প্রতি সেকেন্ডে হবেই। শুভ কামনা রইলো ফেবুর সিএসএম পাগল এই নিখাঁত মানুষটার জন্য।

No comments:

Post a Comment