Tuesday, July 26, 2016

অচেনা


অভির সাথে জয়ার পরিচয়,সখ্যতা সেই স্কুল থেকে।তাদের এই ঘনিষ্ঠতা র ব্যাপার গুলো আশেপাশের মানুষ গুলো জানত। কিন্তু তারা সে টা থোড়াই কেয়ার করে। প্রতিদিন কলেজ বাসে দুজনের দেখা।সবকিছুই ভালই চলছিল। তারপর একদিন অভির কাছে জয়াকে অচেনা মনে হতে থাকে। যে জয়াকে সে এতদিন ধরে চিনত,এই জয়া যেন সে নয়। অন্য জয়ার।জয়ার জীবনযাপন, কথাবার্তা সবকিছুতে পরিবরতন লক্ষ্য করে অভি।আগের মত সময় দেয় না।এড়িয়ে চলতে থাকে।জয়াকে ভুলে থাকার চেষ্টা করে অভি।নতুন কিছুতে নিজেকে মগ্ন করতে চায়। হয়ত সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যায়,কিছুই থাকেনা,থাকে শুধু ভালবাসা

No comments:

Post a Comment